ফুল মিয়া ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মৃত উমেদ আলীর পুত্র আব্দুল হামিদের অপকর্মে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার ছনখলা ঈদ মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রামবাসী আব্দুল হামিদ এর সকল অপকর্ম তুলে ধরেন। তার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, দলিল জালিয়াতি, মিথ্যা মামলা দায়ের ও রাস্তা কর্তন এমনকি সম্পত্তির জের ধরে তার বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠে আসে। সে তার আপন ভাইদের সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে নিয়ে যায় এবং মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে।
এতে সভাপতিত্ব করেন গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। এছাড়াও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।
Leave a Reply