সোমবার, ১৯ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

সওজের কর্মকর্তাদের যোগসাজসে সরকারি জায়গায় মার্কেট

সওজের কর্মকর্তাদের যোগসাজসে সরকারি জায়গায় মার্কেট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে সরকারি জায়গায় মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রেখেছে মৎস্য ব্যবসায়ীদের সংগঠন। সাবেক জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীসহ প্রভাবশালীচক্র এ মার্কেট নির্মাণ করছে বলে জানা যায়। তবে শিগগিরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হবে বলে জানায় হবিগঞ্জ সড়ক বিভাগ।
সরজমিন দেখা যায়, শহরের শায়েস্তানগর ঈদগাঁ সড়কের পার্শ্ববর্তী এলাকায় বাইপাস সড়কের পাশের খালি জায়গায় প্রায় ২০ কক্ষবিশিষ্ট একতলা পাকা মার্কেট নির্মাণ করা হচ্ছে। উপরে ছাদ ও চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ। শুধু প্লাস্টার করা ও দরজা লাগানোর কাজ বাকি। গত ২ সেপ্টেম্বর ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য শায়েস্তানগর মাছ আড়ত সমিতির সভাপতিকে  চিঠি দেয়া হয়। এতে উল্লেখ রয়েছে, সড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে স্থাপনা নির্মাণ করা বেআইনি। তাই নির্মাণকাজ বন্ধ করতে হবে। তারপরও নির্মাণ কাজ চলছে।
এলাকাবাসী জানান, সওজ কর্তৃপক্ষ মোটা অংকের টাকা নিয়েছে ওই চক্রের কাছ থেকে। যার কারণে তারা কোন ব্যবস্থা নিতে পারছে না।
স্থানীয়রা জানান, ব্যস্ততম এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে গাড়ি আসা-যাওয়া করে। এখানে মার্কেট নির্মাণ হলে আড়তে আসা লোকজন দুর্ঘটনা কবলিত হবে। অন্যদিকে মাছ বহনকারী যানবাহনের কারণে চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হবে। পাশাপাশি মাছের বর্জ্য পচে দুর্গন্ধ সৃষ্টির ফলে নষ্ট হবে এলাকার পরিবেশ। তাই এখানে মাছের বাজার বসানো কোনোমতেই ঠিক হবে না বলে জানান তারা। এ ব্যাপারে শায়েস্তানগর মাছ আড়ত সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক জানান, শায়েস্তানগর এলাকার যানজট নিরসনের জন্য সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহান ঘর নির্মাণের জন্য মৌখিকভাবে অনুমতি দিয়েছিলেন। তবে কোনো কাগজপত্র নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com