হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম ছবির জগতে একাধিক যৌন হেনস্থার ঘটনা। তার পর থেকেই মুখ খুলেছেন অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনেতারা। এ বার অভিযোগের নিশানায় ‘স্ত্রী ২’ ছবির কোরিওগ্রাফার। সিনেমার জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিওগ্রাফি করেছেন শেখ জানি বাসা।
তিনি বি-টাউনে জানি মাস্টার নামেও পরিচিত।
২১ বছরের এক তরুণী জানি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। হায়দরাবাদে রাইদুরগম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। জানি মাস্টারের সঙ্গে গত কয়েক মাস ধরে কাজ করেছেন অভিযোগকারী।
আউটডোর শুটিংয়ের সময় জানি মাস্টার তাকে হেনস্তা করেছেন বলে অভিযোগ। তার পরেই মুখ খোলার সিদ্ধান্ত নেন তিনি।
এক বার নয়। একাধিকবার যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ ২১ বছরের তরুণীর।
Leave a Reply