স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার ও চৌধুরী বাজারের মৎস্যজীবিদের মানববন্ধন করেছেন। গতকাল শনিবার বগলা বাজারের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বগলাবাজার ও চৌধুরী বাজার মৎস্য ব্যবসায়ীরা বলে, মিজানুর রহমান মিজান ও মৎস্যজীবি কমিটির সভাপতি নুর ইসলাম, একই কমিটির সেক্রেটারি সজল মিয়া তারা দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছে। এতে আমরা সাধারণ ব্যবসায়ীরা হিমসিম খাচ্ছি। আমরা চাই আমাদের ব্যবসায় চাঁদাবাজি বন্ধ হউক। সুন্দর ও শান্তিপূর্ণ ব্যবসা করতে চাই, আমরা কোনো প্রকার চাঁদা দিতে প্রস্থত নই। অনৈতিকভাবে চাঁদার একটা অংশ তাদের দিতে হয়। মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী ফুল মিয়া, ময়না মিয়া, মকছুদ আলী, জিয়ারত আলী, জালাল মিয়া, মেঘা মিয়া, লুৎফুর মিয়া, মজিদ মিয়া, কদ্দুছ আলী টেনুসহ সাধারণ মৎস্যব্যবসায়ীরা। এ সময় তারা চাঁদাবাজী বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply