জাবেদ তালুকদার, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ডাঃ আসাদ হোসাইন (৩৭) কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত ইলিয়াছ হোসেনের পুত্র। পুলিশ জানায়- দায়রা জজ আদালতের ১২৯০/২২ মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকার অর্থদণ্ড ও দায়রা জজ আদালতের ৩১১/২২ মামলায় ০৬ মাসের ১০ লাখ টাকার অর্থদণ্ড মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই মো. ওয়াশিমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ডাঃ আসাদ হোসাইন (৩৭)কে গ্রেফতার করে। পরে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply