শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় জন্ম-মৃত্যু নিবন্ধন দেশে সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, ব্রাহ্মণডোরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহন মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, মহিলা মেম্বার মোমেনা আক্তার,ইউনিয়নের সচিব মো. শাজাহান প্রমুখ। আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ইউনিয়নের মেম্বার পৌরসভার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। জন্ম মৃত্যু নিবন্ধন যাতে সঠিকভাবে হয় এ বিষয়ে ইউনিয়ন ও পৌরসভাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। নিবন্ধন নিয়ে কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়ে খেয়াল রাখতে হবে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা।
Leave a Reply