শুক্রবার, ১১ Jul ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

চুনারুঘাটে ভাইকে অপহরণ করার অভিযোগে বড় ভাই জুয়েলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ভাইকে অপহরণ করার অভিযোগে বড় ভাই জুয়েলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে লন্ডন প্রবাসী ভাইকে অপহরণ করার অভিযোগে বড় ভাই লন্ডন প্রবাসী মোঃ শামছুল আলম খাঁন জুয়েল (৫৫)সহ ৩ জনের বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-২) আদালতে মামলা দায়ের করা হয়েছে। আলোচিত এ মামলাটি দায়ের করেছেন চুনারুঘাট উপজেলার উত্তর বাজার (বড়াইল) গ্রামের মৃত আব্দুল খালেক ভান্ডারীর ছেলে লন্ডন প্রবাসী মোঃ নুরুল আলম খাঁন জার্নেল। তিনি গত ২৫ সেপ্টেম্বর এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে জার্নেল নিজের বাসা থেকে মশার কয়েল আনার জন্য দোকানে যাওয়ার সময় ১নং আসামী মোঃ শামছুল আলম খাঁন জুয়েল ও তার শ্যালক লাখাই উপজেলার বুল্লা গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে মোঃ মেহেদী কামাল এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মৃত আনছর উল্লার ছেলে মোঃ আব্বাস উল্লাসহ অজ্ঞাত আরো ৬/৭জন লোক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়া তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীতে উঠার জন্য বললে সে বিষয়টি বুঝার আগেই অজ্ঞাতনামা একজন আসামী তার মুখে রুমাল দিয়ে চাপ মেরে ধরে অন্যান্য আসামীদের সহযোগিতায় জোরপূর্বক গাড়ীতে তুলে তার চোখ বেধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে অন্ধকার কক্ষে তালাবদ্ধ করে রাখে। তাকে ক্লিনিক্যালি হত্যার উদ্দেশ্যে প্রতিনিয়ত রাতে ঘুমের ঔষধ খাওয়ায় ও ২টি করে ইনজেকশন পুশ করাসহ দিনের পর দিন অমানষিক নির্যাতন করতে থাকে। দেশের সার্বিক পরিস্থিতি ও সরকার পতন হলে তার বোনসহ আত্মীয়-স্বজনরা উল্লেখিত বিষয়ে ১নং আসামী মোঃ শামছুল আলম খাঁন জুয়েল ও ২নং আসামী মোঃ মেহেদী কামালকে তার বোনসহ আত্মীয়-স্বজনরা তাদেরকে চাপ প্রদান করলে গত ১৮ সেপ্টেম্বর অনুমান সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় ঢাকার মোহাম্মদপুর বাবর রোড এলাকায় জার্নেলকে চোখ বেধে ফেলে চলে যায়। তারপর পথচারী লোকজন জার্নেলের চোখ খুলিলে সে পথচারী লোকজনের নিকট বিস্তারিত বিবরণ বলে  সাহায্য প্রার্থনা করলে পথচারীরা থাকে ৮শ টাকা দিয়ে ঢাকা থেকে চুনারুঘাটে পাঠায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com