স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পূলিশ। পূলিশ সূত্রে জানা যায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসার পিছনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মহব্বতপূর গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪) কে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত বেগে ৪ কেজি ভারতীয় গাজা জব্দ করেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনি মামলা দেরে প্রস্তুতি চলছে।
Leave a Reply