স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক গরু চোরকে আটক করেছে এলাকাবাসী। সালিশ বৈঠকে ২০ হাজার টাকা জরিমানায় নিষ্পত্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের সিদ্দিক মিয়ার একটি গরু গত ১৫ দিন আগে তার বাড়ির থেকে রাতের আধারে চুরি হয়। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তিনি শায়েস্তাগঞ্জের আশপাশ সহ সব এলাকায় মাইকিং করেন। তাছাড়াও গরুর মালিক ছিদ্দিক মিয়া বিভিন্ন গরুর হাটে ও অলিতে গলিতে নিরবে গরুটি খুঁজতে থাকেন।
গরুর মালিক সিদ্দিক মিয়া জানান, গত বুধবার তিনি মিরপুর গরুর বাজারে গিয়ে অপরিচিত ২ জন গরুর পাইকারের কাছে তার গরুটি দেখতে পান। তিনি তার গরুটি চিনতে পেরে বাজারের অন্যান্য লোকদেরকে জড়ো করে তাদেরকে আটক করে।
কোন উপায়ন্তর না পেয়ে পাইকাররা জানায়, তারা শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটিরগাঁও গ্রামের বাবুল মিয়ার বড় ভাই ফারুক মিয়ার কাছ থেকে তারা ওই গরুটি ক্রয় করেছেন। এক পর্যায়ে স্থানীয় জনতা ও উবাহাটার স্থানীয় মুরুব্বির মাধ্যমে গরুটিকে তারা মিরপুর বাজারে আসিলদারের জিম্মায় রেখে আসেন।
পরে গরুর মালিক ছিদ্দিক মিয়া এলাকার মুরুব্বিদের দ্বারস্ত হলে মুরুব্বিরা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সালিশ করেন। অবশেষে চোরকে ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি রফাদফার মাধ্যমে শেষ করেন এবং গরুটি ছিদ্দিক মিয়াকে সমজে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জের মোঃ আব্দুল মজিদ, উবাহাটা ইউপির শিমুলতলা গ্রামের সাবেক মেম্বার আব্দুল মন্নান, ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল মন্নান বাবুল, শিমুলতলা গ্রামের শামীম মেম্বারসহ এলাকার মুরুব্বিয়ান। উক্ত বিষয়টি পর থেকে ওই এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
Leave a Reply