মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৩ দিনে ১৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি। বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মইনুল আলম আর্টিলারি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির বিজিবি টহলদল সীমান্ত পিলার ১৯৯৬/৩২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদরের কতোয়াকালা গ্রামের বিনব দাসের ছেলে রবি দাস (২৩) তার স্ত্রী সাথী দাস (২১) বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের খাচালাং দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজাপুর গ্রামের মৃত হরে কৃষ্ণ সাহার ছেলে সুমন সাহা (২৮)কে আটক করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ দিনে বিজিবি একই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৬ জনকে গ্রেফতার করেন। জনশ্রুতি রয়েছে ৫ আগষ্ট ছাত্র-বিপ্লবের পর ওই এলাকা দিয়ে বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে পালিয়ে যায়।
Leave a Reply