স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে যৌতুকের দাবীতে অন্তঃসত্তা স্ত্রীকে মারপিটের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী তৈয়ব আলী (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তৈয়ব আলী গাজিপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আবুল হাসিমের ছেলে। গত সোমবার রাতে গাজিপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। মামলা বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি তৈয়ব আলীর সঙ্গে একই ইউনিয়নের খেতামারা গ্রামের মো: তাজুল মিয়ার মেয়ে শাকিরা খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে স্বামী তৈয়ব আলী স্ত্রী শাকিরাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। যৌতুক দাবি করে এরই মধ্যে কয়েক লাখ টাকা আদায় করেন। এরপরও বন্ধ হয়নি নির্যাতন। গত ৫ জুলাই আবারও যৌতুকের দাবিতে অন্তঃ স্বত্বা অবস্থায় স্ত্রীকে মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে শাকিরা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১১ জুলাই তৈয়বের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়ের পর প্রথমবার আপোষ শর্তে জামিনে মুক্ত হন তৈয়ব। কিন্তুু আপোষ ভঙ্গ করে স্ত্রী সন্তানদের কোন খোঁজখবর নেননি। অবশেষে তার নামে আদালত কর্তৃক তৈয়ব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
Leave a Reply