নিজস¦ প্রতিনিধি ॥ সদ্য বদলী হওয়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল প্রায় ১১ মাস দায়িত্ব পালনকালীন সময়ে উপজেলাকে অপরাধের এক নরকে পরিণত করার অভিযোগ উঠেছে। অবৈধ বালু ব্যবসার সুযোগ দিয়ে তিনি কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পাবলিক পরীক্ষা কেন্দ্রগুলো থেকে কৌশলে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমান অর্থ। ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর তিনি মাধবপুরে হয়ে উঠেন এক মুকুটহীন সম্রাট। সরকারী কোন কোন কর্মকর্তা সহ স্থানীয় বিভিন্ন পেশার প্রভাবশালী গুটি কয়েক জন কে নিয়ে গড়ে তুলেন দূর্নীতির সিন্ডিকেট। সিন্ডিকেটের সদস্যরা ইউএনও একেএম ফয়সালের অনিয়ম দূর্নীতি আর দু’ হাতে টাকা অর্জনের পথ কে সুগম করে দিয়ে নিজেরাও আর্থিক সুবিধা গ্রহন করেন। এমনকি গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিবাদকারীদের কৌশলে, কোন কোন ক্ষেত্রে ভয়ভীতি দেখিয়ে প্রকৃত ঘটনা প্রকাশ বা প্রচারে বাধ সাধেন। অথচ দূর্নীতিবাজ, অর্থলিপ্সু ইউএনওকে মদদ দিয়েগেছে ওই চক্রটি। গত ১৩ মে ইউএনওর সরাসরি মদদে সোনালী ব্যাংক মাধবপুর শাখা থেকে একজন মুক্তিযোদ্ধার ১ লাখ ৭৭ হাজার টাকা গায়েব হয়ে যায়। এ ব্যাপারে ইউএনও একেএম ফয়সালের রহস্যজনক আচরন জনমনে নানা উদ্বেগের সৃষ্টি করে। পরে টাকার হরনকারীরা মুক্তিযোদ্ধার হিসাবে টাকা জমা দেয়া হয়। ৩ সদস্যের তদন্তকারী দলের প্রধান প্রাণী সম্পদ কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরও ইউএনও কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন না করে রহস্যজনক নীরবতা পালন করেন। বিভিন্ন বেসরকারী স্কুল, মাদ্রাসা ও কলেজের পরীক্ষা কেন্দ্রগুলো থেকে প্রতিষ্টানের সভাপতি হিসাবে হাতিয়ে নিয়েছেন কাড়ি কাড়ি টাকা। শুধুমাত্র বালি ব্যবসা থেকে ৫% কমিশন বাবদ হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। ইউএনও একেএম ফয়সালের সৃষ্টি প্রভাবশালী চক্রটি সাধারন মানুষকে নানাভাবে হয়রানি করে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমান অর্থ। ভূক্তভোগী অসহায় অনেক নারী পুরুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে ইউএনওর দ্বারস্থ হলেও কোন আইনী সহায়তা পাননি। এ সমস্থ এন্তার ঘটনার জন্ম দিয়েছেন এই ইউএনও। বিগত সরকার পতনের পর মাধবপুরের দায়িত্বরত ইউএনও কপালই খুলেগেছে। এ পরিবর্তনে সাধারন মানুষ ইউএনও ফয়সাল সাহেবের কোন আইনী বা মানবিক সুবিধা না পেলেও ইউএনও তাঁর আখের গুছিয়ে নিয়েছেন। ১১ মাসের দায়িত্ব পালনকালীন সময়ে তিনি যেমন ফুলেফেপে উঠেছেন তেমনি তাঁর দুস্কর্মের সহযোগীরা টাকার কুমির বনেগেছেন। কন্যা ও শিশু দিবস উপলক্ষে এক অনুষ্টানে নারী সমাজকে নিয়ে বিস্পোরক মন্তব্য করায় সংবাদপত্রে শিরোনাম হয়েছেন ইউএনও একেএম ফয়সাল। কর্মকালীন সময়ে তিনি মাধবপুর উপজেলাকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। এর আগে জকিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালীন সময়ে ও তিনি ঘুষ দূর্নীতির ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে। বৈষম্য বিরোধী আন্দোলন ইউএনও ফয়সাল সাহেবের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে এমন কথাও জনমনে আলোচনা হচ্ছে। সম্প্রতি তিনি অন্যত্র বদলী হলেও মাধবপুর ছাড়তে চাচ্ছেন না কেন তা রহস্যজনক বলেই অনেকেরই অভিমত।
Leave a Reply