বুধবার, ২১ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ নিহত ৪

নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ নিহত ৪

জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের একজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবপুর উপজেলার সৈয়দনগরে দুর্ঘটনাটি ঘটে। নিহত মডার্ণ বাসের সুপারভাইজার শাহ আলম (৩০) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের গাড়িচালক মৃত আলফু মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মডার্ণ বাস উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিতালী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দু’টি দুমড়ে মুছড়ে যায়। শাহ আলমসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অন্য আরো দুইজন নরসিংদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। তবে চালক দুইজনই পলাতক রয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। জানা যায়, বাস দুটি উল্লেখিত স্থানে পৌঁছলে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে বাসগুলো চলাচল করছিল। নিহত সুপারভাইজার শাহ আলমের দুই ভাই ও দুই বোন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com