চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাও পরিত্যক্ত মরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু খেকো মো: বাবুল মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৯ অক্টোবর দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ জরিমানা করেন। মো: বাবুল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র। জানা যায়, দীর্ঘ দিন ধরে গোলগাও পরিত্যক্ত মরা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলন বাবুল মিয়া । এ অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু খেকোরা পালিয়ে যায় । পরে ড্রেজারের মালিক বাবুল মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জানান, ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।
Leave a Reply