মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের মেরাশানি এলাকায় নুশরাত জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ আল আমিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার এস.আই দ্বীন মোহাম্মদ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন বলেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply