বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক টেরি বেকার পুরস্কার লাভ করায় তোফাজ্জল সোহেলকে সিলেটে সম্মাননা

আন্তর্জাতিক টেরি বেকার পুরস্কার লাভ করায় তোফাজ্জল সোহেলকে সিলেটে সম্মাননা

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি ॥ নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক ‘টেরি বেকার’ পুরস্কার লাভ করায় হবিগঞ্জের সন্তান খোয়াই রিভার ওয়াটারকিপার ও পরিবেশ আন্দোলনের সক্রিয় সংগঠক তোফাজ্জল সোহেলকে সম্মাননা জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। গত ৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্তোরার মিলনায়তনে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ধরার উপদেষ্টা পরিষদের সভাপতি মানবাধিকারকর্মী সুলতানা কামাল ও ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার অ্যালায়েন্স এর বোর্ড মেম্বার শরীফ জামিল। পরিবেশ সংগঠক ও ধরা কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল করিম কিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদ মতিন, সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সৈয়দ মিজবাহ উদ্দিন, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সিলেট এমএজি মেডিক্যাল কলেজের ডাঃ এনামুল হক, হাবিব নগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির লিটন, প্রভাষক মোঃ শাহিন আলম, ব্যবসায়ী রিনি চৌধুরী, নারী উদ্যোক্তা সামসুন্নাহার সোমা, হাবিবুর রহমান মাশরুর, মওদুদ আহমেদ, সাংবাদিক শাকিলা ববি, সমাজকর্মী রোমেনা বেগম রোজী, নাসিমা চৌধুরী, সংস্কৃতিকর্মী নাহিদা খান সুর্মি প্রমূখ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও লং আইল্যান্ড সাউন্ডকিপার টেরি বেকারের নামে প্রবর্তিত এই পুরস্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটারকিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়। এবছর যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড লাভ করেন নর্থ ক্যারোলিনার এসটি জনস রিভারকিপার লিসা রিনামেন ও বিশ্ব থেকে বাংলাদেশের তোফাজ্জল সোহেল। গত ২৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে ওয়াটারকিপার অ্যালায়েন্স এর দ্বি- বার্ষিক সম্মেলনের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩শ জন ওয়াটারকিপার এর সদস্য এবং ওয়াটারকিপার অ্যালায়েন্স এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। ২০১৪ সাল থেকে ওয়াটারকিপার অ্যালায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com