স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই প্রিন্সকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর সে থানায় ব্যক্তিগত কাজে থানায় গেলে তাকে আটক করা হয়।
আটক প্রিন্সের পারিবারিক সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামী না হয়েও পুলিশ মনগড়াভাবে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে।
সে চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। এছাড়াও প্রিন্স আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্রচার সম্পাদক, আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, উপজেলা স্বচ্ছাসেবকলীগের (২বারের) যুগ্ন সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট হবিগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক।
Leave a Reply