শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহবান জানিয়েছেন। গতকাল সোমবার সকালে জহুর চান বিবি মহিলা কলেজ পরিদর্শনকালে তিনি এ আহবান জানান। শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রভাষক মো. শাহীন মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মো. শাহীন মিয়া। উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে শিক্ষার মানোন্নয়ন ও সময়ানুবর্তিতা নিয়ে কথা বলেন ও বিভিন্নগঠনমূলক দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply