ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় শায়েস্তাগঞ্জে পূবালী ব্যাংক অলিপুর বাজার শাখায় ইসলামীক ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার অলিপুর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পূবালী ব্যাংকের শাখায় এ ইসলামিক কর্ণারের উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক অলিপুর বাজার শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মুশফিকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চল সহকারী মহা-ব্যবস্থাপক সারোয়ার আলম। সুতাং (শাহজীবাজার) শাখার ব্যবস্থাপক মোশায়েদ হোসেন। নোয়াপাড়া উপ-শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম ভূইয়া। এছাড়াও উপস্থিত গ্রাহক আলহাজ্ব জাহির মিয়া ও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিপুর বাজার শাখার অপারেশন ম্যানেজার মোঃ আশরাফুল আলম কোরেশী। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মহিউদ্দিন।
পূবালী ব্যাংক অলিপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর মিয়া বলেন, পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। এছাড়াও গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।
Leave a Reply