স্টাফ রিপোর্টার ॥ আন্তজেলা বিকাশ প্রতারকচক্রের গডফাদার ছাত্রলীগ নেতা রমজান শেখ (২২) কে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। তার কাছ থেকে বিকাশ হ্যাকিং এর সরঞ্জাম ও মোবাইল জব্দ করা হয়। গত সোমবার রাতে সদর থানার ওসি আলমগীর কবির এর নির্দেশে এসআই বিশ্বজিত মাদারীপুর জেলার শিবচর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করেন। সে বক্তেরকান্দি গ্রামের আব্দুস সুবহান শেখের পুত্র ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, রমজানসহ একটি চক্র বিকাশ হ্যাকিং করে হবিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি এক বিজিবি সদস্য এর হবিগঞ্জ শাখা থেকে ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তিনি সদর থানায় জিডি করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসায় সে ঘটনার কথা স্বীকার করে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
Leave a Reply