বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
আজমিরীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটরে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি

আজমিরীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটরে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করছে একাধিক অসাধুচক্র। এ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলেরই নজর কাড়ে। এরই প্রেক্ষিতে মাটি কাটতে নিষেধাজ্ঞা জারি করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। গত সোমবার দিবাগত রাতের আঁধারে উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে এক্সেভেটর চালায় এদের একাংশ। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। একই সময় মাটি ভর্তি একটি ট্রাক্টর গাড়ি আটক করে উপজেলা চত্বরে নিয়ে আসেন। এ সময় চালক ও শ্রমিকরা মাটি ভর্তি ট্রাক্টর রেখে পালিয়ে যায়। তবে গতকাল মঙ্গলবার সারাদিনে ওই গাড়ি ছাড়িয়ে নিতে কেউই আসেনি বলে জানান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
উল্লেখ্য, আজমিরীগঞ্জে প্রশাসনের তোয়াক্কা না করেই এক্সেভেটরের মাধ্যমে চলছে ফসলি জমির মাটি কাটা। একাধিক প্রভাবশালী চক্র দিনের পর দিন মাটি কেটে নগদ টাকায় বিক্রিসহ ভিটা নির্মাণ করে দিতে হচ্ছে অলিখিত চুক্তিবদ্ধ। এতে করে জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় কয়েক দশক এসব জমিতে ফসল উৎপাদন করা কঠিন হবে বলে জানিয়েছেন কৃষিবিদ ও কৃষকেরা। সরজমিনে দেখা যায়, বেশ কিছুদিন ধরে আজমিরীগঞ্জ-শিবপাশা রাস্তা সংলগ্ন এলাকায় বিরাট ভাটিপাড়া গ্রামের অদূরে শিবপাশার বাসিন্দা মোঃ শাবান মিয়ার উদ্যোগে একটি এক্সেভেটর দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টর ভর্তি করে বিভিন্ন স্থানে নগদ টাকায় বিক্রি করছে। অপরদিকে আজমিরীগঞ্জের ঘরদাইর থেকে শিবপাশাগামী রাস্তার পাশে ও ঘরদাইর গ্রামের অদূরে অপর একটি অসাধুচক্রের হোতা ঘরদাইর গ্রামের মোঃ আনোয়ার হোসেন ও আশরাফ উদ্দিনের উদ্যোগে একইভাবে এক্সেভটরের মাধ্যমে মাটি কেটে বিক্রি করছে। ট্রাক্টর ভর্তি প্রতি গাড়ি মাটি বিক্রয়মূল্য ৯০০ টাকা। এদিকে প্রতিদিন ৭/৮টি ট্রাক্টর ভর্তি মাটি বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন তারা। তাদের সরবরাহ করা মাটি রাস্তা ভরাট, বসতঘর নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। জোর করে কৃষি জমি থেকে মাটি কেটে নেয়ায় প্রভাবশালীরা উপকৃত হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার প্রান্তিক কৃষকরা। জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেয়ায় জমিতে সৃষ্টি হয়েছে গর্ত। ফলে অনেক কৃষকই এ বছর কোনো ফসল ফলাতে পারেননি। এলাকার একাধিক কৃষকের অভিযোগ, মাটি কাটতে নিষেধ করা হলেও তারা কথা শুনছেন না। বাঁধা দিতে গেলে তাদের লোকজন হুমকি-ধমকি দিচ্ছে। ওই দুই এলাকায় ১৫-২০ একর ফসলি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। এতে জমির বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, জমিতে ভালো ফসল উৎপাদনের উপযোগী হলো উপরিভাগের মাটি। ওই মাটি প্রতিনিয়ত কেটে ফেলার কারণে জমির উর্বরতা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। অন্যদিকে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। জমির উপরিভাগের মাটি একবার কেটে নিয়ে গেলে তা পূরণ হতে ৮-১০ বছর সময় লাগে। অপরদিকে আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেওগামী রাস্তার পাশে রনিয়া গ্রামের অদূরে ঘরদাইর গ্রামের মোঃ নসু মিয়া ও একই গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোঃ মন্নান মিয়ার উদ্যোগে এক্সেভেটর লাগিয়ে একটি শুকনো পুকুর থেকে মাটি কেটে ভিটা নির্মাণের কাজ চলছে। তবে স্থানীয়রা জানায়, ওই পুকুরটি কয়েকটি ভাগে বিভক্ত করে একাধিক ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছে। ওই ক্রেতারাই তাদের ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করে ভিটা নির্মাণ কাজ করাচ্ছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com