স্টাফ রিপোর্টার ॥ পাসপোর্টবিহীন অবৈধপথে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি’র সদস্যরা। গতকাল বুধবার (২৭ নভেম্বার) ভোর সাড়ে ছয়টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল তাদের আটক করে।
আটককৃত তিন বাংলাদেশী হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরছেকালীপুর গ্রামের বাসিন্দা মোঃ রেজাউল হক এর ছেলে মোঃ সেলিম (৩০), এবং উপজেলার চরহরিষপুর গ্রামের মোঃ লোকমান মিয়ার ছেলে মোঃ সোহেল (২২) ও শরীয়তপুর গোসাইরহাট উপজেলাস্থ উত্তর মলমছড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ওই তিন নাগরিক ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ১৯৯৭/২০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান হতে ধর্মঘর বিওপির টহলদল তাদের আটক করে। দেহ তল্লাশী করে তাদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৪টি, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী-৩১টি, ভারতীয় শার্ট ও প্যান্টের পিস-৯টি, ভারতীয় শাল চাঁদর-২টি, ভারতীয় বিভিন্ন প্রকার পেইন রিলিফ ব্লাম ১৪টি, ভারতীয় কিসমিস-২ কেজি, বাংলাদেশি নগদ ২ হাজার টাকা, মশারী ২টি, ট্রাভেল ব্যাগ ২টি পাওয়া যায়। পরে মালামালসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক মোঃ সেলিম ও মোঃ সোহেল রাজমিস্ত্রী কাজের জন্য এবং মোছাঃ রোকছানা বাসাবাড়িতে কাজের নিমিত্তে আনুমানিক ৩ মাস পূর্বে ভারতের অভ্যন্তরে আগরতলায় অবৈধভাবে গমন করে।
Leave a Reply