মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জিকে গউছ

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জিকে গউছ

স্টাফ রিপোর্টার ॥ ৪৮ ঘণ্টার মধ্যে ফেইসবুক পোস্ট প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে সাংবাদিক জুলকারনাইন সায়ের (সামি) বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিএনপি নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২১ ডিসেম্বর রাতে জুলকারনাইন সায়ের (সামি) তার ভেরিফাইড ফেইসবুক পেইজে, আমাকে, আমার নেতাকর্মী ও ভাইদের জড়িয়ে বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে একটি পোস্ট করেন। তিনি ওই পোস্টে জি কে গউছ, নেতাকর্মী ও ভাইদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, লোকজনকে হয়রানি, টেন্ডরবাজি, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে জিকে গউছ বলেন, জুলকারনাইন প্রবাসে অবস্থান করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন। ব্ল্যাক মেইল করার উদ্দেশ্যে অথবা টাকার বিনিময়ে তার সুনাম ক্ষুন্ন ও অপমান-অপদস্থ করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে হবিগঞ্জ সদর-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। এ জন্য নির্বাচনের আগে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রও চলছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com