চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাট পৌর শহরের রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে যানজট মুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধায় পৌর শহরের মুসলিম হলে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় চুনারুঘাট সিএনজি মালিক ও শ্রমিক সমিতির আহবায়ক হাফিজুরর রহমান বাদলের সভাপতিত্বে ও য্গ্নু আহবায়ক সেলিম চৌধুরীর পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সদস্য সচিব শফিক মিয়া মহালদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন- সিএনজি মালিক ও শ্রমিক সমিতির উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম, প্রেসকাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি কাদির সরকার, সাবেক কাউন্সিলর সৈয়দ বজলুর রশিদ, সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, সিএনজি মালিক সমিতির কোষাধক্ষ্য মিহির পাল সহ সিএনজি মালিক ও সমিতি, রিক্সা সমিতি সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় সিএনজি মালিক ও শ্রমিক সমিতির উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু পৌর শহরে ভ্রাম্যমাণ ৪১ জন ব্যবসায়ীর তালিকা ইউএনও রবিন মিয়ার নিকট জমা দেন। তিনি জানান, যানজট নিরসনের লক্ষ্যে পৌর শহরের যা যা সমস্যা আছে এ বিষয় নিয়ে একটি স্মারক লিপি প্রস্তুত করে তা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও চুনারুঘাট থানার পুলিশের নিকট জমা দেয়া হয়েছে। আমরা আশাবাদী যানজট থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।
ইউএনও রবিন মিয়া জানান, অচিরেই চুনারুঘাট শহরকে যানজটমুক্ত কররে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply