বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

চুনারুঘাটে সরকারি গাছের রি-অকশন নিয়ে দিনভর হট্টগোল

চুনারুঘাটে সরকারি গাছের রি-অকশন নিয়ে দিনভর হট্টগোল

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বন বিভাগের নিলামকৃত গাছের রি-অকশন নিয়ে দিনভর হট্টগোলের ঘটনা ঘটেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, কালেঙ্গা, রঘুনন্দন ও শায়েস্তাগঞ্জ বন বিটের ৬৭টি লটের প্রকাশ্যে নিলাম আহবান করে বন বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় চুনারুঘাট ফরেস্ট ডাকবাংলোয় আয়োজিত নিলামে ২০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে ৩৫ জন লাইসেন্সধারী ঠিকাদার এতে অংশগ্রহণ করেন। পরে ৬৭টি লট আলাদা আলাদা নিলামে সর্বমোট ৭ লক্ষ ৮০ হাজার ৭৫০ টাকায় বিক্রি করে সিলেট বন বিভাগ। এরপর সমঝোতার ভিত্তিতে নিজেদের মধ্যে রি-অকশনে অংশ নেন ঠিকাদারগণ। এতে লাইসেন্সবিহীন রাজনৈতিক মদদপুষ্ট তৃতীয় একটি পক্ষও লভ্যাংশের ভাগ বুঝে নিতে আসলে দিনভর দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটে। এ বিষয়ে সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সরকারি নিয়ম মেনে দুপুরের মধ্যেই নিলাম সম্পন্ন করি, সেগুন, আকাশমণি, চামলসহ বিভিন্ন প্রজাতির গাছের ৬৭টি লট ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট প্রদানের প্রেক্ষিতে ১৫ জন ঠিকাদার এগুলো কিনে নেন, এরপর কি হয়েছে আমরা তা জানি না। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিলামে ঠিকাদারগণ আগে থেকেই নিজেদের মধ্যে সমঝোতা করে নিলামে অংশ নেন। পরে নিজেরা রি-অকশনের মাধ্যমে লভ্যাংশ ভাগাভাগি করেন। সচেতন মহল মনে করেন এতে প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকেও দায়ী করছেন অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com