স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম মোশাহিদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে চুনারুঘাট পৌর শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মোশাহিদ চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের পুত্র।
ওসি জানান, চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। মোশাহিদ মাধবপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার আসামি। তিনি আরও জানান, এতদিন সে পলাতক ছিল।
Leave a Reply