শুক্রবার, ১১ Jul ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

শ্রদ্ধা আর ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার

শ্রদ্ধা আর ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন ও দেওরগাছ ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান আলহাজ¦ চৌধুরী শামছুন্নাহার (৬২) আর নেই। তিনি বৃহস্পতিবার রাত আড়াইটায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন) মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়ে, স্বামীসহ আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি সাবেক চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এর সহধর্মিনী। গতকাল শুক্রবার বাদ আছর হাজী আলীম উল্লাহ আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক পৌর মেয়র সাইফুল আলম রুবেল, আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিুত. উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর ছায়েব আলী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিএনপি, আওয়ামীলীগ, জাপা, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলহাজ¦ চৌধুরী শামছুন্নাহার প্রথম স্বামী মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (চুনু মিয়া) হত্যা কান্ডের পর তিনি মাত্র ২৮ বছর বয়সে ১৯৮৮ সালে প্রথম মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তিনি প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। প্রয়াত সিরাজুল ইসলাম চৌধুরী আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি পৌর শহরের চন্দনা গ্রামের মোঃ আবু তাহেরকে বিয়ে করেন। আবু তাহের উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে দেওরগাছ ইউনিয়নে ২০১১ সালে শামছুুন্নাহার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে ২০১৬ সালে পুণরায় একই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের মহিলালীগের সহ সভাপতি ও চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি জেলার শ্রেষ্ট্র ইউপি চেয়ারম্যান, নারী জাগরণে জয়িতা, সমাজ সেবায় অবদানের মাদার তেরেসা, অতিশ দীপংকার,সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় ভাবে অনেক পুরস্কার পান। চেয়ারম্যানের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন নারী উন্নয়নে। আলহাজ¦ শামছুন্নাহার গত ৩ বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ প্রায় দেড়মাস ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর ৫দিন আগে তিনি দেশে আসেন এবং বারডেম হাসপাতালে ভর্ত্তি ছিলেন। সেখানেই বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রয়াত শামছুন্নাহারের ৪ মেয়ে লন্ডন এবং এক ছেলে লন্ডনে বসবাস করছেন। বাকি এক ছেলে ও এক মেয়ে দেশে লেখাপড়া করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com