শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

বাহুবলে মাছির উপদ্রব বন্ধে আন্তঃমহাসড়ক ২ ঘন্টা অবরোধ

বাহুবলে মাছির উপদ্রব বন্ধে আন্তঃমহাসড়ক ২ ঘন্টা অবরোধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামে অবস্থিত কুইক চিকস লিমিটেড কোম্পানির মোরগের হ্যাচারীর ময়লা আবর্জার ও দুর্গন্ধের কারণে পরিবেশ দূষণ এবং মাছির উপদ্রবের কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করেছে জনতা। গতকাল রবিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন, অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন কয়েকটি গ্রামের মানুষ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ফারুক, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, বিশিষ্ট মুরুব্বি আবুল হোসেন, আজগর আলী, তাবিজ ফারুক, সাবেক মেম্বার দুলাল মিয়া ও ইদ্রিস আলী মেম্বারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর দাবী, প্রায় ১৫ বছর যাবত কুইক চিকস লিমিটেড কোম্পানির মোরগের হ্যাচারীর ময়লা আবর্জনার দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে মাছির উপদ্রব দেখা দিয়েছে। যার কারণে স্থানীয় বিহারীপুর, পূর্ব জয়পুর, কান্দিগাঁও, খোজারগাঁও, বানিয়াগাঁওসহ কয়েকটি গ্রামের মানুষ মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে কুইক চিকস কোম্পানির ম্যানেজার মোঃ আব্দুল হককে প্রত্যাহার ও আগামী ৫ দিনের মধ্যে দ্রুত ময়লা আবর্জনা অপসারণ করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম। ইউএনও এবং ওসি দীর্ঘ সময় এলাকাবাসীর সাথে কথা বলে কুইক চিকস লিমিটেড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ কুইক চিকস কোম্পানি পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com