মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, সায়হাম গ্রুপ শিল্প প্রতিষ্ঠান গড়ার সঙ্গে সঙ্গে মেধার লালন করতে চাই। মেধাবীরা এ দেশের সম্পদ। তারা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে সেই সুযোগ সৃষ্টি করে দিতে চাই। আমাদের পক্ষ থেকে স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা, এতিমখানা সহ সামাজিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণ করে যেতে চাই। আজীবন এ কাজ করে যাব। তিনি আরও বলেন সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত দিনে সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের নামটি হাইজ্যাক করে নিয়ে গেছিল। কিন্তু ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিষ্ট সরকার বিদায় হলে এলাকাবাসীর দাবি’র পরিপ্রেক্ষিতে আবারও এ নামটি প্রতিস্থাপন করা হয়। এই সময়টায় কলেজ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি গতকাল শনিবার সকালে সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজ মাঠে সায়হাম গ্রুপের উদ্যোগে এবং সাবেক সংসদ সদস্য ও গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সলের পৃষ্টপোষকতায় এস.এম ফয়সল মেধাবৃত্তি এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষককের বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রাষ্ট বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদেরকে ৫২, ৭১ ও ২০২৪ সালকে চেতনায় জাগ্রত রাখতে হবে। সায়হাম গ্রুপ মাধবপুরে যে আলোকবর্তিকা সৃষ্টি করেছে তা আজীবন জ¦লজ¦ল করে জ¦লবে। দেশে শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবেই। অনেক শিল্প গ্রুপ দেশের টাকা বিদেশ পাচার করে আর সায়হাম গ্রুপ টাকা উপার্জন করে দেশের কল্যাণে কাজ করে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান ও অধ্যাপক ড. মোঃ আল-আমীন, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম হুমায়ুন, সায়হাম নীট কম্পোজীট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ এমবিএ, কটন ও ডেনিম মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, আউলিয়াবাদ আ.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ইটাখোলা সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম, দৈনিক সমকালের উপ-সম্পাদক মাহবুব আজীজ। স্বাগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ লিয়াকত হাসান। পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা কামরুল ইসলাম। উপজেলার ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭৭ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, সায়েম গ্রুপের এ মহতি উদ্যোগের ফলে এলাকার গরীব ও অসহায়া শিক্ষার্থীরা উপকৃত হবে এবং বৃত্তি পাওয়ার ফলে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল ২৪ এর উপস্থাপিকা জেবিন
Leave a Reply