জাতীয় দৈনিক সংগ্রাম ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা শেখ মোঃ হারুনুর রশিদ এর একমাত্র কন্যা শেখ নূসাঈফা আক্তারের ৬ষ্ঠতম জন্মদিন পালিত হয়েছে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারী পৃথিবী আলোকিত করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল শেখ নূসাঈফা আক্তার (৬)। গতকাল শনিবার সন্ধ্যায় চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার এলাকার ডটার্স এপার্টমেন্টে ঘরোয়া পরিবেশে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করা হয়। নূসাঈফা’র উজ্জ্বল ভবিষ্যত, মেধা ও মননে বড় হওয়া এবং একজন আলোকিত মানুষ হতে সকলের নিকট নূসাঈফা’র সুস্থতার সাথে তার দীর্ঘায়ূ কামনা করেছেন তার মা-বাবাসহ সকল আত্মীয় স্বজন।
Leave a Reply