শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল আয়োজিত আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এফ সি বয়েজ মিরপুরকে ৯১ রানে হারিয়ে আল আমিন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আল আমিন বয়েজ ক্লাব। তারা নির্ধারিত ১২ ওভার খেলে ৪ ইউকেটের বিনিময়ে ২২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ১২৬ রান করেন রিহান। জয়ের জন্য ২২৮ রানের টার্গেট নিয়ে মাঠে নামে এফ সি বয়েজ মিরপুর।
তবে প্রতিপক্ষের বোলারদের তুপেরমুখে ইউকেটে দাঁড়াতে পারেনি ব্যাটসম্যানরা। ১০ ওভার খেলে তারা অল আউট হয়ে মাঠ ছাড়তে হয়। ফলে ৯১ রানে চ্যাম্পিয়ন হয় আল আমিন বয়েজ ক্লাব। বিজয়ীদলে রিহান ম্যান অব দ্যা ম্যাচ হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যে আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই দেশ স্বাধীন করেছিল। বিভিন্ন সময় এই বাংলাদেশের স্বাধীনতাকে অনেকেই হরণ করেছেন। অনেকে ক্ষমতা কুক্ষিগত করে ভিন্নমতকে চাপিয়ে দিয়েছেন।
খেলাধুলা বরাবরই একটি বিনোদন। শরীর মন সমাজকে সুস্থ রাখার জন্য খেলাধুলা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাঠমুখি করে মাদক, বিভিন্ন অপকর্ম ও অন্যায় থেকে রুখার বড় মাধ্যমই হচ্ছে খেলাধুলা। তাই নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমরা গত ১৭ বছর দেখেছি। একদল ক্ষমতায় ছিল, তাও আবার জনগণের ভোট হাইজ্যাকের মধ্য দিয়ে অন্যের কণ্ঠরোধ করে জোর করে ক্ষমতায় ছিল। এ দলটি অন্যায় ও অপকর্ম করেছে। আজ মুক্ত পরিবেশে এ টুর্ণামেন্ট হয়েছে। আমরা চাই না খেলাধুলা নিয়ে রাজনীতি হোক। আমরা চাই যারা খেলবে, তারা প্রকৃতপক্ষে খেলাকে যারা পছন্দ করে সেই খেলোয়াড়রাই মাঠে খেলবে। যারা খেলাকে ভালবাসেন শত ব্যবস্তার মধ্যেও মাঠে এসে খেলা উপভোগ করেন।
পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন। যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নাছির, মোঃ আব্দুর রউফ, সাইফুল ইসলাম সাইফ ও শামীম আহমেদ শামীম পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজান উদ্দিন আহমেদ মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সহিদ, পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব ফাহিন হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সল আহমেদ রুবেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম তালুকদার, নুরুল হোসেন বাচ্চু, আব্দুল মোতালিব ফরিদ, আব্দুল গফুর ছোট মিয়া, শামীম চৌধুরী, আব্দুর নুর, যুবদল নেতা মনিরুল হক রানা, ঈমান উদ্দিন, শাহ আলম, জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ জমির আলী, এম এ ওয়াহিদ, গাজিউর রহমান রানা, নাসির উদ্দিন সেলিম, ফখরুদ্দিন নোমান, মোঃ রিপন মিয়া, সোহেল রানা, শাহজাহান জিতু মেম্বার, গোলাম সারোয়ার উদ্দিন বাবলু, কামরুল ইসলাম তালুকদার, আহমদ আলী, মহিবুর হোসেন লিটন, শফিকুল ইসলাম রিপন, নাসির হোসেন, মোঃ লিটন মিয়া, বুলবুল আহমেদ, বাবুল মিয়া, শেখ মাহফুজ আহমেদ, নুর আলম, দেলোয়ার হোসেন দিলু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান মাসুম, যুগ্ম-আহ্বায়ক খোকন আহমেদ জয়, মিজানুর রহমান মিজান, সজিব রুমন প্রমুখ।
চ্যাম্পিয়ন প্রাইজ মানি ৩০ হাজার টাকা স্পন্সর করেন ভিআইপি ব্রিকনের প্রোপাইটর জাহেদুল ইসলাম জাহেদ ও রানার্সআপ প্রাইজ মানি ২০ হাজার টাকা স্পন্সর করেন কলিমনগর সেভেন স্টার কেজি এন্ড হাইস্কুলের পরিচালক মোহাম্মদ শাহ আলম।
Leave a Reply