স্টাফ রিপোর্টার ॥ ২০২৩ সালে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে শায়েস্তানগরে বিএনপির মানববন্ধনে পুলিশ সহযোগে আওয়ামী কর্মীরা হামলা চালায়। এই ঘটনায় গত ২৫ ডিসেম্বর মেরাজ মিয়া নামের এক ব্যক্তি হবিগঞ্জ মডেল থানায় ৭৯ জনকে আসামি করে অজ্ঞাতসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় মোঃ আমির আলী এজাহারভুক্ত ২৫ নাম্বার আসামী। (জিআর ২৯৪/২৪(হবি)। আমির আলীকে চুনারুঘাট ১০নং মিরাশি ইউপির ৬নং ওয়ার্ডের যুবলীগ নেতা বানিয়ে আসামি করা হয়েছে। প্রকৃতপক্ষে যাচাই করলে দেখা যায় ৬নং ওয়ার্ডের যুবলীগ নেতা হলেন বর্তমান মেম্বার মোঃ আমির হোসেন বাচ্চু, পিতার নাম সিরাজ মিয়া। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেন একই নামে একই এলাকায় ব্যক্তিদ্বয় হওয়ায় কারণেই এমন ভুল হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে আমির আলী ঢাকার একটি টেক্সটাইল মিলে কাজ করে আসছেন। ব্যক্তিগত জীবনে রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আমির আলীর পিতা আনোয়ার আলী জানান, তার নিরপরাধ ছেলেকে যেনো মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এ নিয়ে আমির আলীর পরিবার পরিজন উদ্বিগ্নে রয়েছেন।
Leave a Reply