শায়েস্তাগঞ্জ সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকার খোয়াই নদীর ব্রীজ সংলগ্ন বাঁধে সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে ও মোঃ অনু মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউপি মেম্বার মোঃ আব্দুল মান্নান বাবুল, বিশিষ্ট মুরব্বি আমিনুল ইসলাম বাবুল, হাফেজ মোঃ মহসিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাস্টার আব্দুল আজিজ, মোঃ শফিক মিয়া, মোঃ সেলিম আহমেদ, মোঃ শাহ আলম, মোঃ রাসেল মিয়া, বাচ্চু দাস চৌধুরী, বিশিষ্ট মুরুব্বী জুলমত খা, মোঃ সেলিম মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরর সমন্বয়ক মোঃ রাজু মিয়া, মোঃ খালেদ আহমেদ, মোঃ কামরুল তালুকদার, মোঃ জিতু মিয়া, মোঃ নওয়াব আলী প্রমূখ। এছাড়াও খোয়াই নদী বাঁধ সংলগ্ন এলাকার বিভিন্ন গ্রামের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, খোয়াই নদীর বাঁধ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই যারা উবাহাটা খোয়াই নদীর বালুর মহাল থেকে অবৈধভাবে নদীর চর থেকে মাটি উত্তোলন করে নদীর বাধঁকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিচ্ছেন তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাটি না নেয়ার জন্য বক্তারা কঠোর হুঁশিয়ারি দেন। পরবর্তীতে বালুর মহাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করলে এলাকার সর্বসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দেয়া হয়। বক্তারা প্রশাসনের নিকট খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ারও দাবি জানান। পরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে শতাধিক যানবাহন কিছু সময়ের জন্য আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, লস্করপুর এলাকার ফারুক মিয়া, উবাহাটা ইউনিয়নের ইউপি সদস্য জামাল হোসেন মেম্বার, শায়েস্থাগঞ্জ মহলুলসুনাম এলাকার সাইফুল ইসলাম, বিরামচর গ্রামের ফজল তালুকদার, কদমতলীর সোহেল ভান্ডারী, উলুকান্দি গ্রামের রাবার বাচ্ছু আইনের তোয়াক্কা না করেই কথিত ইজারার অজুহাতে খোয়াই নদীর তীর কেটে মাটি তুলে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply