নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট আন্তঃমহাসড়কের আমতলী লোহার ব্রিজ অংশের ১৪ টি সরকারি গাছ রাতের আধাঁরে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাতের বেলা স্থানীয় একদল প্রভাবশালী রাতের আঁধারে গাছগুলো কেটে নিয়ে যায়। গাছ চুরির ৪৮ ঘন্টার পেরিয়ে গেলেও সড়ক ও জনপথ বিভাগকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে সওজ এর শায়েস্তাগঞ্জ সড়ক শাখার উপ-পরিচালক মুরাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। আজ মঙ্গলবার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে সড়কের ছায়াদানকারী ১৪টি বৃক্ষ কেটে নেয়ার ঘটনায় আলোচনা সমালোচনা চলছে। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের নাকের ডগায় সরকারি গাছ কেটে নেয়ার যে রীতি চালু হয়েছে এতে করে বাকী গাছগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
Leave a Reply