সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো রাজপথে আছে

বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো রাজপথে আছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত ১৭টি বছর ধরে আন্দোলন করছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, শেখ হাসিনার পেটোয়া বাহিনীর হামলায় পঙ্গুত্ব বরণ করেছে, লাখ লাখ মানুষ মিথ্যা মামলায় আসামী হয়ে নিজের বাড়িতে থাকতে পারেনি, কারাগারে মানবেতর জীবন যাপন করেছে। কিন্তু বিএনপি রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও রাজপথে আছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। তিনি গতকাল বুধবার বিকালে আজমিরীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে জি কে গউছ আরো বলেন, গত বছরের শীতে আমরা ছিলাম জেলে আর এ বছরের শীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মহান আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আওয়ামী লীগ যে অন্যায়, যে পাপ করেছে আমাদেরকে এই পথ পরিহার করতে হবে। দুর্নীতি আর বিএনপিকে এক করা যাবে না।
সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। পৌর বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ জনফুল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক ও কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারন সস্পাদক সামছুল ইসলাম মতিন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আওয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক ফরহাদ হেসেন বকুল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদার, যুগ্ম আহব্বায়ক সামছুল আলম, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, হবিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা প্রমুখ।
সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। এর আগে গতকাল বুধবার সকাল ৯টায় কাউন্সিল শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। ৫১৩ জন ভোটারের মধ্যে ৪২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ১৫ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত কাউন্সিলে নেকদার আলী (আনারস প্রতীকে) ১৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফজলু মিয়া (চেয়ার প্রতীকে) পেয়েছেন ১৭৯ ভোট ও আব্দুস সত্তার মিয়া (ছাতা প্রতীকে) পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে কুতুব উদ্দিন (মাছ প্রতীকে) ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাহিদুল ইসলাম (হরিণ প্রতীকে) পেয়েছেন ১৭১ ভোট। সহ-সভাপতি পদে রাজু নাগ (জগ প্রতীকে) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম (তালা প্রতীকে) পেয়েছেন ১৯৯ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাইমুল আলম নাঈম (কলস প্রতীকে) ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজিব হাসান (আম প্রতীকে) পেয়েছেন ১৯৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আরফান আলী (মাইক প্রতীকে) ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিটন মিয়া (মোটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ২০৮ ভোট।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মুদ্দত আলী, নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মোঃ আবুল ফজল ও এডভোকেট আফজাল হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com