স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলা আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস। পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজি মুসলিম ধর্মীয় নেতা তোফায়েল আহমেদ মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার (তদন্ত) ওসি আল আমিন মীর।
Leave a Reply