বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

সাবেক এমপি মজিদ খান আরেক মামলায় গ্রেপ্তার

সাবেক এমপি মজিদ খান আরেক মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুুল আলীম ২০২৪ সালের ১৮ অক্টোবর দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করার আদেশ দেন। এর আগে ১৮ জুলাই হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যশের আব্দা এলাকার বাসিন্দা মরম চান সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছিলেন। আদালত পরিদর্শক শেখ মোঃ নাজমুল হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল মওলা আদালতে আবেদন করলে আসামির উপস্থিতিতে শুনানি শেষে বিচারক মজিদ খানকে শ্যোন অ্যারেস্টের আদেশ প্রদান করেন। ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বানিয়াচং থানার সামনে গুলিবিদ্ধ হয়ে ৯ জন নিহত হন। এ মামলায় গত ১০ ফেব্রুয়ারি মজিদ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com