শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অবস্থিত জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলামের উপর হামলা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে সুবিচার দাবি করেন। পরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে- শিক্ষার্থীর অভিভাবক রিপন আহমেদের নেতৃত্বে ওই শিক্ষকের উপর হামলা চালানো হয়। বিষয়টি জেনে স্থানীয়রা এসে রিপনসহ তার সঙ্গীদের আটক করে মাদ্রাসার সামনে সড়ক অবরোধ করে এ ঘটনার সুবিচার দাবি করেন। এ খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি গুরুত্বর আহত শিক্ষককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহত শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম জেলার বানিয়াচং উপজেলার আওয়াল মহল্লার মোঃ জিতু মিয়ার ছেলে। মাদ্রাসা শিক্ষকের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদকারীরা হামলাকারীদের বিচার দাবি করেছেন। চুনারুঘাট থানার এসআই গিয়াস উদ্দিন জানান- অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply