স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের যেসব নেতা পুলিশ পাহারায় ঘুরে বেড়িয়েছে তারা এখন বাড়ি ছাড়া, দেশ ছাড়া, রাজনীতি ছাড়া। এসব নেতারা যদি মারা যায় তাদের জানাজা হবে কোথায়। আওয়ামীলীগ নেতারা এমন রাজনীতি করেছে তাদের মৃত্যু হলে প্রকাশ্যে জানাজা হবে কি না তারও কোনো নিশ্চিয়তা নেই। এমন রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। বিএনপি মানুষকে ভালোবাসে, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি সামনে এগিয়ে যেতে চায়। তিনি গতকাল রবিবার বিকালে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগের ভয় ছিল বিএনপি মানুষের সামনে কথা বললে তাদের পায়ের নীচে মাটি থাকবে না। তাই গায়েবী মামলা দিয়ে, পুলিশী হামলা করে বিএনপির সভা-সমাবেশে বাধাঁ সৃষ্টি করেছে। আওয়ামীলীগের নির্যাতনে শিকার হয়ে বিএনপি নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার পরিজন থেকে দুরে থেকেছে। আমরা সেই দিন ধৈর্য ধরেছি, আর আকাশের দিকে থাকিয়েছি। মহান আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করেছেন। সে জন্যই আওয়ামীলীগ এখন এক জায়গায় দাঁড়িয়ে কথা কলার সাহস হারিয়ে ফেলেছে। আওয়ামীলীগ নেতারা এক জায়গায় দাঁড়িয়ে একজন আরেকজনের কুশল বিনিময় করতে পারে না। তিনি বলেন- রাজনীতি মানুষের জন্য। মানুষের জীবন যেখানে অস্থায়ী, সেখানে রাজনীতি চিরস্থায়ী হতে পারে না। জোর করে কিছু দিন রাষ্ট্র মতায় থাকা যায়, কিন্তু চিস্থায়ীভাবে থাকার সুযোগ নেই। তাই ভালো কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে বাসা বাঁধতে চাই। জি কে গউছ বলেন- বাংলাদেশের মানুষ ধরে না ধরে না, ধরলে আর ছাড়ে না। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে দেশের জন্য, নিজের অধিকার আদায়ের জন্য। কারো দয়ায় নয়, মানুষ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। আমরা স্বাধীন দেশের মানুষ। এদেশে সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ এক সাথে বসবাস করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন মানুষের ভালোবাসা ও সমর্থন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বিকল্প নেই। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সহ-সভাপতি শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, হবিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ প্রমুখ।
Leave a Reply