বানিয়াচং প্রতিনিধি ॥ রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা। এ সময় বক্তব্য রাখেন সাব-ইনস্পেক্টর আমিনুল ইসলাম, বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলফু মিয়া, আজমল হোসেন বাবুল, ক্রীড়া সম্পাদক মোশাহিদ মিয়া, প্রচার সম্পাদক রবিউল আলম রবি, নির্বাহী সদস্য শুলীন আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী দয়াময় দেব, অপুর্ব রায়, হাবিবুর রহমান জুয়েল প্রমূখ। সভায় বক্তরা বলেন, রমজান মাসে সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ডিলার ও পাইকারদের কাছ থেকে আমদানির সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীরা বদ্ধ পরিকর বলে আশ্বস্ত করেন প্রশাসনকে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী এবং আড়ৎদার দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে ও বাজারকে যানযটমুক্ত রাখতে প্রয়োজনীয় তদরকি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply