চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ক্রয়কৃত জমির উপর চলাচলের রাস্তাটি এলাকার প্রভাবশালীরা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী এক নারী। গত শনিবার বিকাল ৩টায় চুনারুঘাট প্রেসক্লাবে লিখিত অভিযোগে এ তথ্য জানান তিনি। লিখিত অভিযোগ থেকে জানাযায়, উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের নাজমা আক্তার তার প্রবাসী তিন সন্তান জামাল মিয়া, জালাল মিয়া ও আলাউদ্দিন তারা কালিশিরি গ্রামে জমিক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। উক্ত জমির নামজারি খাজনাসহ সমুদয় কাগজপত্র তার ছেলেদের নামে রয়েছে। তারপরও একই গ্রামের প্রভাবশালী সায়েদ আলী, আঃ হান্নান গংরা সেই জমি নিজেদের দাবী করে জমির উপর নির্মিত রাস্তা দখলে নিয়ে গাছ গাছালি লাগানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এ নিয়ে নাজমা আক্তার বিগত বছরের ২৬ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রতেিবদন দিতে চুনারুঘাট সহকারী কমশিনার (ভুমি) মাহবুব আলম মাহবুবকে নির্দেশ দেয়া হলে তিনি বিশগাঁও ভুমি অফিস থেকে একটি প্রতিবেদন দাখিল করার জন্য বলেন। কিন্ত ওই প্রতিবেদনটি দখলকারীদের পক্ষে দেয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে ওই নারী অভিযোগ করেন। তিনি বলেন, ভুমি অফিসের চাহিদা মতো ৫০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও তিনি টাকা প্রদান করার পরও ভুমি অফিসের লোকজন দখলকারীর সাথে আঁতাত করে প্রতিবেদন তৈরী করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমা আক্তার বলেন, বিশগাঁও ভুমি অফিসের মইনুল ইসলামের আর্থিক চাহিদা মেঠানোর পরও তিনি দখলকারীর পক্ষে প্রতেিবদন দিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে পুণরায় নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন দেয়ার দাবী জানান।
Leave a Reply