রবিবার, ১৮ মে ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

আদর্শ ভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার দাবীতে সুজনের মানববন্ধন

আদর্শ ভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার দাবীতে সুজনের মানববন্ধন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সুশাসনের জন্য নাগরিক সুজন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। হবিগঞ্জে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনের সড়কে গতকাল শনিবার দুপুর বেলা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা সুজনের সিনিয়র সহসভাপতি এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলালের সঞ্চালনায়- অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে আলোচনায় অংশ নেন জেলা সুজনের সহসভাপতি আব্দুর রকিব,মীর গোলাম রাব্বানী, জেলা কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান, শেখ আবদুল কাদির কাজল,পইল ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন, সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহীনুর আক্তার, সাইদুর রহমান, মীর সাজন,কাজী শাহাদত হোসেন তুহিন, মোহাম্মদ শাহীন, পিয়ালী দেব,রাখিবা খান,আতিকুর রহমান তুহিন প্রমূখ। বক্তাগণ বলেন আমারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে, চারদিকে চুরি,ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষন,বিচার বহির্ভুত হত্যা কান্ডের খবর আসছে, অপারেশন ডেভিড হান্ট চলমান থাকা সত্বেও সৃষ্ট অরাজকতা নিয়ন্ত্রণে আসছেনা। অসহনীয় এ অবস্থা ও অরাজকতা থেকে আমরা মুক্তি চাই। এদিকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এ দেশের রাজনীতিকে পরিশুদ্ধ করে জনকল্যাণমুখী আদর্শ ভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আর এ কারনেই আজকের এ মানববন্ধন কর্মসূচি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com