নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনর্চাজ কামাল হোসেন’র দিক নির্দেশনায় উপজেলার দেবপাড়া এলাকা থেকে মোহাম্মদ আলী ওরপে মোল্লা (৪২) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মোল্লা শরিয়তপুর জেলার জাজিরা থানার চিটারচর এলাকার ইউনুছ মাতব্বর এর ছেলে। সে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ দেবপাড়া এলাকায় আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং ১৯, তারিখ ১০-০৬-২০২১ এর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯ (খ)/৩৮ ধারায় বিজ্ঞ আদালত ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাদরুল হাসান খান, এস আই সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ নবীগঞ্জ থানা এলাকার বকশীপুর হতে জিআর পরোয়ানার ৯৫/২৪ ভুক্ত আসামী নিজাম উদ্দিনের ছেলে শাহনেওয়াজ ওরফে শানাজ (২১), এবং নবীগঞ্জ থানার নিয়মিত পৃথক দু’টি মামলার পলাতক আসামী রামপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে মো: আবু তাহের মিয়া (৫০), ও মধ্যসমত গ্রামের রয়ফর উদ্দিনের ছেলে মো: শামীম মিয়া (৩৫)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply