দৈনিক প্রভাকর প্রতিষ্টাতা সম্পাদক নোমান চৌধুরীর স্ত্রী মেহের নিগার আর নেই। ২মার্চ রাত অনুমান ১টা ৪০ মিনিটে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি ডায়বেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মেহের নিগার হবিগঞ্জ শহরে নাতিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। স্বামী সাংবাদিক নোমান চৌধুরীর মৃত্যুর পর তিনি দৈনিক প্রভাকরের প্রকাশকের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক, সাংবাদিকসহ নানা পেশার নরনারী শহরের মাষ্টার কোয়ার্টার বাসভবনে ছুটে আসেন। মেহের নিগার শিক্ষকতার পাশাপাশি হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি এক ছেলে এক কন্যার জননী। কন্যা আলিফ ফারাহ চৌধুরী স্বর্ণা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকাকালে ২০০২ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। একমাত্র ছেলে নাঈম চৌধুরী লন্ডন প্রবাসী। মৃত্যুকালে পুত্র, পুত্রবধূ,এক নাতনীসহ অসংখ্য আত্নীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর টাউন মসজিদে প্রথম জানাজা, বিকেল ৩টায় সদর উপজেলায় দরিয়াপুরে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মেহের নিগার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীর চাচী।
Leave a Reply