শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
বানিয়াচংয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

বানিয়াচংয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর’র সঞ্চালনায় ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাঈল রহমান’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বানিয়াচং ফায়ার স্ট্রেশন এর ভারপ্রাপ্ত অফিসার রিয়াজ উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া. সাংবাদিক এসএম খোকন, শিব্বির আহমেদ আরজু, নুরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মোঃ আবু তাহের, কার্যসহকারী আব্দুল্লা আল নোমানসহ বিভিন্ন ইউনিয়নের দূযোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, এক সময়- ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছাসে অনেক প্রাণহানি ঘটত। এখন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার মতো আগাম তথ্য থাকে। যার ফলে ক্ষয়ক্ষতিও অনেক কম হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়, জলোচ্ছাসের চেয়ে সামাজিক দুর্যোগ এখন বেশি ক্ষতি করছে। সামাজিক ঝুঁকি এড়াতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুল সংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি নূন্যতম পর্যায়ে রাখা সম্ভব। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ নানা কারণে বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। এ প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া জরুরি হয়ে পড়েছে।কাজেই দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে এবং ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে দুর্যোগ বিষয়ক প্রস্তুুতি সম্পর্কে বিভিন্ন বিষয়ের উপর ট্রায়াল প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com