বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৪০ পিচ ইয়াবা সহ ফেরদাউস মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার কিশলয় জুনিয়র হাই স্কুলের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪নং বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের রুশন আলীর ছেলে মোঃ ফেরদাউস মিয়া(৩৫) দীর্ঘদিন যাবত গোপনে মরণ নেশা ইয়াবা সহ মাদক ব্যবসা করে আসছিলো। প্রতিদিনের মতো গতকাল রাত ১০ টার দিকে উপজেলার কিশলয় জুনিয়র হাই স্কুলে সামনে ইয়াবা বিক্রি করতে আসে ফেরদাউস। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় এস আই আবু মাকসেদ ও এস আই সনত দেব এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কিশলয় জুনিয়র হাই স্কুলের সামন থেকে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ফেরদাউস মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন
Leave a Reply