স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের যুবদল নেতা জুয়েল মিয়ার ভাই সুহেল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে খলিলপুর গ্রামে প্রায় ৩ শতাধীক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। জানা যায়, গত ৬ মার্চ উজিরপুর গ্রামের মৃত গোলাম তৌহিদ ফুল মিয়া মেম্বারের ছেলে সুহেল মিয়ার গুঙ্গিয়াজুড়ি হাওর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলা চালায় খলিলপুর গ্রামের ইমাম উদ্দিন, নিজাম উদ্দিন, আমির উদ্দিন ও জয়নাল উদ্দিন সহ একদল দূবৃত্ত। এতে গুরুত্বর আহত হন সুহেল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করালে আশংকাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ওসসমানী হাসপাতালে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। এ ঘটনায় গত মঙ্গলবার নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন আহতের ভাই যুবদল নেতা জুয়েল মিয়া। এতে ৭ জনকে আসামী করা হয়েছে। গতকাল বুধবার মামলাটি এজাহার ভুক্ত করে নবীগঞ্জ থানা পুলিশ। মানববন্ধনে বক্তারা বলেন, সুহেলের উপর হামলাকারীরা এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা যদি দ্রুত আসামীদের গ্রেফতার না করে তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। বক্তারা বলেন, আগে যে ভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানুষের উপর অত্যাচার ও নির্যাতন করতো ঠিক একই ভাবে এই ইমাম উদ্দিন গংরা গ্রামের অসহায় মানুষের সঙ্গে একই আচরন করছে। যদি তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না হয় তাহলে তাদের মতো অপকর্ম করতে অন্যরা উৎসাহিত হবে।
Leave a Reply