শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
নবীগঞ্জে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলা তদন্ত না করেই প্রতিবেদন!

নবীগঞ্জে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলা তদন্ত না করেই প্রতিবেদন!

 

ষ্টাফ রির্পোটার: নবীগঞ্জে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার প্রতিবেদন নিয়ে তোলপাড় চলছে।উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের দিনমুজুর জাহাঙ্গীর খুনের ঘটনায় ধনাঢ্য আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শিকদার ছোটন কে প্রধান আসামী করে ১৩ জনের বিরোদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী মোছাঃ রেজিনা বেগম। মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য হবিগঞ্জের জুডিশিয়াল আদালত ৫ এর বিজ্ঞ বিচারক গত বছরের ২১ এপ্রিল হবিগঞ্জ সিআইডিতে প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে গত বছরের ১ জুলাই সিআইডির ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম তদন্ত কমকর্তা নিযুক্ত হন।মামলার তদন্ত নিয়ে অনেক নাটকীয়তা শেষে তিনি ঢাকা রেঞ্জে বদলী হন।বদলীর পূর্বে মামলা তদন্তে লোকচুরির আশ্রয় নেন।মামলার বাদী,স্বাক্ষী এমনকি ঘটনাস্থলে না গিয়েই কথিত একটি প্রতিবেদন তৈরী করেন।দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বলেন,তদন্ত প্রতিবেদন দাখিলের সময়কালে তদন্ত কর্মকর্তার অবস্থান তার মোবাইলে সনাক্ত করা যাবে।আর এতেই প্রমানিত হবে তিনি ঘরে বসেই আদালতে দাখিলকৃত প্রতিবেদন তৈরী করেন। ওদিকে,তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামের কথিত প্রতিবেদন গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে দাখিল করেন সিআইডির উপপরিদশক মোঃ নয়ন মিয়া।সিআর মামলা নং ২৮৩/২৩। তদন্ত ছাড়াই প্রতিবেদন দেয়া নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় মামলার বাদী মোছাঃ রেজিনা বেগম আদালতে নারাজী দেয়ার তথ্য নিশ্চিত করেন। চাঞ্চল্যকর মামলার তদন্ত নিযে সাংবাদিকদের সাথেও প্রতারণার আশ্রয় নেন কর্মকর্তা শফিকুল ইসলাম।অভিনব চলচাতুরীতে হতবাক বাদী পক্ষের আইনজিবী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট র্নিমল ভট্রাচায্য রিংকু।তদন্ত প্রতিবেদন উদঘাটনে তাকেও অনেক বেগ পেতে হয়েছে। আগামী ১৮ র্মাচ এনিয়ে শুনানীর কথা রয়েছে।
সরেজমিন ও মামলা সূত্রে প্রকাশ,উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মতিন মিয়ার পুত্র সিএনজি চালক নিহত জাহাঙ্গীর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শিকদারের পোষ্য জনৈক লিটন মিয়ার বিরোদ্ধে দায়েরকৃত একটি মামলায় স্বাক্ষী ছিল। এনিয়ে ক্ষোব্ধ লিটন ও মিজানুর রহমান শিকদার ছোটনের নেতৃত্বে গত ২০২০ সালের ২১ ডিসেম্বর তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। ওইদিন বিকেলে স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ি ফেরার পথে কুর্শি ষাটকাহন গ্রামের মধ্যবর্তী স্থানে হামলা হয়। এসময় রামদার কুপে তার একটি আঙ্গুল ঝুলে পড়ে। এঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শিকদার (ছোটন) সহ ৫ জনের বিরোদ্ধে আদালতে মামলা করেন।বিজ্ঞ বিচারক মামলার এমসি রির্পোট পর্যালোচনায় নবীগঞ্জ থানাকে এফআইআর এর নির্দেশ দেন। জিআর মামলা নাং ০২/২০২১। ওই মামলার বিচার সম্পাদনের মুহুর্তে আসামীরা বাদী জাহাঙ্গীরকে নানা প্রলোভন দিয়ে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে হুমকি দেয়।
তবে জাহাঙ্গীর আপোষ মিমাংসায় সম্মত হয়নি। এক পর্যায়ে ২০২১ সালের ২০ জুলাই উপজেলার বাউশা ইউনিয়নের গুইঙ্গির জুড়ি হাওড়ের একটি ফিশারী পাহারা দেয়াকালে খুন হন জাহাঙ্গীর।ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধারকৃত জব্দ তালিকায় এক টুকরো গামছার অংশ বিশেষ,একটা রশির অংশ, কিছু রক্তমাখা মাটি,ঘটনাস্থলের ঘরের বারান্দা সংলগ্ন ঘর হতে আরও কিছু রক্তমাখা মাটি উদ্ধার করে । এসব আলামত নষ্ট করে তৎকালীন নবীগঞ্জ থানার জনৈক পুলিশ কর্মকর্তা। বিপুল পরিমাণ টাকা ও রাজনৈতিক প্রভাবে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা হয়। এরই প্রেক্ষিতে ভিসেরা রিপোর্টে গামছায় প্রাপ্ত রক্ত হতে ডিএনএ প্রোফাইলিং যথেষ্ট পরিমাণে পাওয়া যায়নি। রক্তাক্ত মাটির স্তুপ ডিএনএ পরীক্ষার জন্য উপযুক্ত ছিলনা মর্মে মতামত দেয়া হয়।আদালতের বিজ্ঞ বিচারক ভিসেরা রিপোর্ট পর্যালোচনায় সত্যতা উদঘাটনে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আলামত ও রক্তাক্ত শরীরের ছবি ও বাস্তবতা আমলে না নিয়ে অফিসে বসেই প্রতিবেদন তৈরী করেন। মামলার আলামত নষ্টে তৎকালীণ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আর মোটা অংকের টাকায় চলে মামলার কারসাজি। কখনও হয়নি সরেজমিন তদন্ত। তদন্তের অবস্থা জানতে গিয়ে বাদী,আইনজিবী এবং সাংবাদিককেও দেয়া হয় বিভ্রান্তিকর তথ্য। সাংবাদিকদের তরফে তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ এমনকি সরেজমিন গিয়ে মেলেনি প্রকৃত তথ্য।বদলীর কথা বলে সিআইডির নতুন এসআই নাসির উদ্দিন তদন্ত করছেন মর্মে বাদী ও সাংবাদিককে তথ্য দেয়া হয়। সরেজমিন হবিগঞ্জ সিআইডি কার্যালয়ে গিয়ে এসআই নাসিরের সাথে যোগাযোগ করা হলে অনেক তল্লাসী শেষে আদালতে প্রতিবেদন দাখিলের সত্যতা নিশ্চিত করেন তিনি ।মাত্র ৩ মাসের মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে দাখিল করেন সিআইডির উপ-পুলিশ পরিদশক নয়ন মিয়া।অর্থের দাপটে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শিকদার ও তার সহযোগীরা দিবালোকে ঘুরে বেড়াচ্ছে।অনাহারে দিন কাটাচ্ছে নিহত দিন মুজুর জাহাঙ্গীরের পরিবার।এনিয়ে মামলার বাদী রেজিনা বলেন,জাহাঙ্গীর হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল বা কাউকেই কিছু না বলে গোপনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এঘটনায় আদালতে নারাজি দেয়া হবে। ভিসেরা
প্রতিবেদন তৈরীতে কারসাজি ও প্রকৃত ঘটনা উদঘাটনে লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার দাবি জানান মামলার বাদি ও হত্যার বিচার চেয়ে মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় লোকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com