সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.39101833, 0.83249986);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 50;

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে গতকাল রোববার (১৬ মার্চ) বেলা পৌনে ১২টায় জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে সমাবেশ করা হয়। পরে ‘হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিকেল কলেজ রক্ষা করুণ’ স্লোগান নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় কয়েকশ লোক সড়কের ওপরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল। সমাবেশে বক্তারা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে। তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে সিলেট বিভাগের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।
নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব মো. সামছুল হুদা, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ ওলি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরীসহ অন্যান্যরা এতে বক্তব্য দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com