শুক্রবার, ১১ Jul ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

হবিগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক ফেরদৌস পূনরায় ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত

হবিগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক ফেরদৌস পূনরায় ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার // হবিগঞ্জের কৃতি সন্তান নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ও ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী পূনরায় দ্বিতীয় বার ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ১৯ মার্চ বুধবার প্যারিসের অদূরে ক্যাথসীমার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদিকদের সন্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং ক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় প্রেস ক্লাবের সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দীর্ঘ আলোচনার পর ফেরদৌস করিম আখঞ্জীকে পূনারায় সভাপতি, গাজী টিভি (জিটিভি)র ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক, আমেরিকার টিবিএন টুয়েন্টি ফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরাকে সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জের সন্তান ফ্রান্স দর্পণ পত্রিকার চীফ রিপোর্টার মাজহারুল ইসলামকে পূনরায় কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

কমিটি গঠনের আগে ফেরদৌস করিম আখন্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবু,
ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নজমুল কবির,
ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন,
ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সাইফুল ইসলাম রনি,
ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু,প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আবদুল আজিজ সেলিম,সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন,কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ,সদস্য ইরফান আলী পাঠান প্রমুখ।
আরো অনেকেই।
সভা শেষে ইফতার মাহফিলে আগত সাংবাদিকেরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, ২০০০ সালে দৈনিক প্রতিদিনের বানীর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৫ সাল থেকে ২০০৯ সালে ইংল্যান্ড গমনের আগ পর্যন্ত বাংলাভিশন টেলিভিশন ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
পর তিনি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ইংল্যান্ডের চ্যানেল এস টেলিভিশনের লাগভরা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এসিয়ান টিভির ফ্রান্স প্রতিনিধি এবং ২০১৭ সাল থেকে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি এবং আমেরিকার টিবিএন২৪ টেলিভিশনের ফ্রান্স ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ফ্রান্স তথা ইউরোপের একমাত্র নিয়মিত প্রিন্ট ও অনলাইন পত্রিকা ফ্রান্স দর্পণ এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
হবিগঞ্জ শহরের সামাজিক ও ক্রীড়া অংগনের সুপরিচিত মূখ সাংবাদিক ফেরদৌস ২০১১ সাল থেকে ফ্রান্সে স্থায়ী ভাবে বসবাস করছেন।
সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী
হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টার এলাকার হবিগঞ্জের সিনিয়র আইনজীবী মরহুম আলহাজ্ব পণ্ডিত আব্দুল করিম আখঞ্জীর পুত্র ও আইনজীবী মাসুদ করিম আখঞ্জী তাপসের ছোট ভাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com